Saturday, June 3, 2023

আলোর ঝিলিক - শাহজাহান কবীর

 আলোর ঝিলিক 

শাহজাহান কবীর 


এই যে শনিবার 

তারপর আর কি-

শুধুই রবিবার

সোম,মঙ্গল, বুধ--

 বৃহস্পতি -শুক্র ---

এইতো তুমি, এইতো আমি 

দুলছি নিরর্থক শূন্যতায়

একগুঁয়েমির পেন্ডুলাম। 


বিদগ্ধ এই প্রান্তরে 

প্রসব আর পুনরাবৃত্তি

এই প্রবাহে  ঘটে কি আর

এই গ্রহটির ব্যাধি ছাড়া  ? 


হঠাৎ শেষে 

দাঁড়িয়ে  পথে 

ধূসর  চোখে

কি দেখা যায় -

সেই কুয়াসা 

সেই নিরুদ্দেশ ! 


আগে নয় কিছু 

পরেও নয় কিছু

অর্থহীনতাই ছুটছে

মহাশূন্যের পিছু। 


তবুও একটি অর্থ চাও ? 

জীবন খুলে দাঁড়িয়ে যাও

যা কিছু বিশ্বাস সবই অলিক

এই মানুষের ভালবাসা 

অন্ধকারে আলোর ঝিলিক।

No comments:

Post a Comment

আলোর ঝিলিক - শাহজাহান কবীর

 আলোর ঝিলিক  শাহজাহান কবীর  এই যে শনিবার  তারপর আর কি- শুধুই রবিবার সোম,মঙ্গল, বুধ--  বৃহস্পতি -শুক্র --- এইতো তুমি, এইতো আমি  দুলছি নিরর্থক...