Monday, March 13, 2023

জ্ঞান ও মুগ্ধতা

 শাহজাহান কবীর 

জানার তৃষ্ণা মানুষকে জ্ঞানী করে।জ্ঞান মানুষকে ক্রমাগত একা করতে থাকে একাকীত্ব মানুষকে দু:খী করতে থাকে। সেই দু: খের গভীরে থাকে এক বিশাল মুগ্ধতা। " আমি কিছুটা জানতে পেরেছি"- এইরকম বোধের  মুগ্ধতা। 

বিপরীত দিকে জানার অনিচ্ছা মানুষকে মুর্খ করে, মূর্খতা মানুষকে ক্রমাগত অসত্যে বিশ্বাসী করে তুলে, বিশ্বাস করে তুলে ধার্মিক আর ধার্মিকতা মানুষকে সুখী করে তুলে। সেই সুখের গভীরে থাকে কেবল অজানার অন্ধকার । 

No comments:

Post a Comment

আলোর ঝিলিক - শাহজাহান কবীর

 আলোর ঝিলিক  শাহজাহান কবীর  এই যে শনিবার  তারপর আর কি- শুধুই রবিবার সোম,মঙ্গল, বুধ--  বৃহস্পতি -শুক্র --- এইতো তুমি, এইতো আমি  দুলছি নিরর্থক...