Monday, March 27, 2023

বিচার ( নাটিকা) শাহজাহান কবীর


 কুশীলব 

আসামী -১,  আসামী -২, আসামী-৩, আসামী-৪, আসামী-৫, কাজী, পেশকার ও রাষ্ট্রপক্ষের উকিল। 
-----------------------------------------------------------------
                       প্রথম দৃশ্য 
(আসামীগণ কাঠগড়ায় বিচারের জন্য অপেক্ষা করছে)। 
কাজী এসে আসন গ্রহণ করলেন।) 

পেশকার - বিচারিক মামলা শুরু হইতেছে । আসামী নম্বর - ৫
আসামী - ৫ : হাজির হুজুর 

কাজী - আফনের নামে অভিযোগ হইল আফনে বাজারের জিনিসপত্র আটকাইয়া রাইখা মানে অবৈধ ভাবে মজুত কইরা বাড়তি দামে বাজারে ছাড়ুইন। বাজার সিন্ডিকেট করুইন । এই কাম করুইন ক্যারে? 

আসামী- ৫ : হুজুর, আমাগোরে তো কেউ বাধা দেয় না,ধরেও না।হেইজন্য এই কাম করি।  আমারতো অহনো বিশ্বাস হইতাছেনা যে আমি ধরা খাইছি।  

উকিল- হুজুর, এই লোক বাজার সিন্ডিকেটের লিডার। 
এর কঠিন সাজা হওয়া দরকার। 

কাজী- হেইডা বুজ্জি। কিন্তু হের বিষয় জাইন্যাও যেহেতু  প্রশাসন হেরে আগে  কোনদিন ধরে  নাই, তাইলে বুঝতে অইব আইজ ভুল কইরা ধইর‍্যালছে বুজ্জুইন? এর পরে? 

পেশকার :আসামী নম্বর - ৪

আসামী- ৪ : হাজির হুজুর 

কাজী- আফনের বিরুদ্ধে ঘুষ খাওনের অভিযোগ।  রাজ্যের কর্মচারী হইয়া ঘুষ খাইন ক্যারে?  

আসামী -৪ :  হুজুর বিশ্বাস করেন,ঘুষ একটা অতি উপাদেয় খাবার বইলা আমি জানি। ঘুষ খাওয়া যে একটা অপরাধ সেইডাতো একটা দিনও বুঝতে পারি নাই। রাজ্যের  শতকরা নিরানব্বই ভাগ কর্মকর্তা কর্মচারীইতো ঘুষ খায় হুজুর।  সবাই যে কাম করে হেইকাম যে  অন্যায়, হেইডা ক্যমনে বুজুম হুজুর ? 

উকিল- হুজুর, রাজ্যের কর্মচারীদের বেতন এখন  তিন গুণ করা হইছে। তারপরও এরা ঘুষ খায়। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার । 

কাজী- আফনে এইতা কিতা কইন ওহিল সাইব। হুইলাইন না, এইলায় কি কইলো। রাজ্যের শতকরা নিরানব্বই জন কর্মকর্তা কর্মচারীই ঘুষখোর। নিরানব্বই জনরে সাজা দিয়া কারাগারে পাডাইলে, রাজ্যের কাম করবো ক্যালা? পরের মামলা ?  

পেশকার- আসামী নম্বর - ৩

আসামী -৩ : হাজির হুজুর  

কাজী- আফনের বিরুদ্ধে ভিকটিমরে ধর্ষণের অভিযোগ। ধর্ষণ করতে গেছুইন ক্যারে? 

আসামী- ৩ : কি করতাম হুজুর ?  পকেট ভরা টেকা,চোখ ভরা খিদা,শইল ভরা খিদা, চোখ দিয়া মনে মনে আর কয়দিন ধর্ষণ করণ যায়। অধৈর্য হইয়া হেষে বাস্তবে ধর্ষণ করছি।

উকিল -  হুজুর, ধর্ষণের মত জঘন্য অপরাধ বন্ধ করতে হলে এইসব ধর্ষকদের সাজা হওয়া দরকার। 

কাজী- হেইডাতো বুজলাম উহিল সাইব।কিন্তুক এই যে কইলো খিদা। খিদার কিতা করবাইন? আমার বিবেচনায়  বেশীরভাগ পুরুষই ধর্ষক। কেউ মনে মনে ধর্ষণ করে কেও  হাচাহাচাই ধর্ষণ করে। পরে ক্যালা? 

পেশকার : আসামী- ২ 

আসামী-২ :  হাজির হুজুর। 

কাজী- আফনে চুরি করছুইন ক্যারে ? 

আসামী- ২ : হুজুর,ছোটবেলায় অন্য কিছু করণের ইচ্ছা আছিল বড় হইয়া  যহন দেখলাম ঘরে ঘরে নানান ধরনের চোর  তহন ভাবলাম এইডা আমাগো জাতীয় পেশা। সেই জন্য এই পেশাকেই-

উকিল-হুজুর, চুরির শাস্তি হইল হাত কর্তন। এর হাত কর্তন করলে অন্যান্য চোররা চুরি করতে ভয় পাবে।

কাজী- এইতো একটা বে- আন্দাজে কথা কইলেন।চুরির জন্য যদি হাত কাটনের আদেশ দেই তাইলে পুরা দেশ ভইরা যাইব হাতকাটা মানুষে। চিন্তা করছুইন বিষয়ডা?  পরের মামলা? 

পেশকার - আসামী - ১

 কাজী-  আপনের বিরুদ্ধে কোন ধারায় চার্জ গঠন অইল তাতো  উল্লেখ নাই। এইডাতো বড় আচানক মামলা। ধারা ধুরা কিছুই উল্লেখ নাই খালি লেহা আছে আপনি বিশ্বাস করেন না। ওহিল সাইব, এই আসামীর ঘটনা কি? 

উহিল- হুজুর, এই আসামী বিশ্বাস করে না। 

কাজী- বিশ্বাস করে না হেইডাতো বুজ্জি ?  কিতা বিশ্বাস করে না  হেইডা কওহাইন। 

উকিল- হুজুর , এদেশের শতকরা একশ জনই যা বিশ্বাস করে এই লোকে তাই বিশ্বাস করেনা। 

কাজী - তাইলেতো এই লোক একশ জনের বাইরের লোক। আইচ্ছা, উহিল সাইব, বিশ্বাস যে করে না এইডা কোন ধারার অপরাধ ? 

উকিল- এইটা হুজুর অন্ধ ধারার অপরাধ । বাংলাদেশে বর্তমানে এর চেয়ে বড় কোন অপরাধ নাই। 

কাজী - ও এতক্ষণে বুঝতে পারতাছি , এই যে,আপনি তো মিয়া মারাত্মক লোক। বেয়াক মাইনসে যা বিশ্বাস করে আপনের হেইগুলা বিশ্বাস করুইন্যেয়া ক্যারে?  জবাব দেওহাইন। 

উকিল- হুজুর, সে কারো সঙ্গে কথা বলেনা। 

কাজী- কথা বলেনা ক্যারে ? 

উকিল- তার হিসাবে এদেশে কথা বলার স্বাধীনতা নাই। এই দেশের মানুষ তার কথা শোনার যোগ্য না। এইদেশের শতকরা নিরানব্বই জন মানুষই নাকি মানসিক  প্রতিবন্দী। প্রতিবন্ধীদের সাথে কিসের কথা?  এই জন্য কথা বলে না। 

কাজী- হে না বুলে কথাই কয় না। তাইলে এইসব কথা কে কইলো ? 

উকিল- এই কয়ডা কথাই সে কইছিল।হেরপর আর কিছু কয় না। খালি মাঝে মধ্যে কয় - আমি বিশ্বাস করিনা। 


কাজী- বুজতাম পারছি। হে খুবই মারাত্মক লোক। তার সাজা হওয়া খুবই প্রয়োজন। আইচ্ছা, শুনেন, বিশ্বাস না করার অপরাধে এক নম্বর আসামীরে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হইল। বাকী সব আসামী খালাস। সবাইরে ছাইড়া দেন, আর এক নম্বরে আসামী জেলে যাইব।

 আসামী- ২ : হালারপো হালা,তোর এত্ববড় সাহস!  এইদেশে থাকবি অথচ বিশ্বাস করবি না, আইজকা তরে পাইছি। 

আসামী- ৩:  হারামির বাচ্চা, সব মানুষে বিশ্বাস করবো, তুমি কোন চান্দু যে  তুমি  বিশ্বাস করবা না ? বিশ্বাস না করার অধিকার তোমারে দিছে ক্যাডা?আমরা এই দেশে কোন অবিশ্বাসী থাকতে দিমুনা। 

আসামী- ৪: অত কথার দরকার কি এই হালারে যহন হাতের কাছে পাইছি তখন মুখে কথা কি? কথা হইবো হাতে।একটা চাপাতি থাকলে সুবিধা হইতো। 

আসামী- ৫: ধর শালারে । ( সবাই মারতে যায়)

কাজী- এই- এই - আফনেরা আইন নিজ হাতে তুইল্যা নিতাছুইন ক্যারে ? 

আসামী- ২ : স্যার,দরকার পড়লে আমরা আরও কিছুদিন জেল কাটুম তাও এই অবিশ্বাসী শালারে মাইরা একটু পূণ্য কামাইতে চাই। 

আসামী-৩,৪,৫ : হ পূণ্য কামাইতে চাই। ( সবাই।আসামী - ১ কে পেটাতে থাকে এক) 

কাজী- উহিল সাইব, ঘটনাটা কেমুন হইতাছে বুজতাম পারতাছিনা। বিচারকের সামনে দলবদ্ধ আসামী কতৃক এক আসামীকে গণধোলাই -
উহিল-  বিচারের ইতিহাসে এমন চমৎকার বিচার আর হয় নাই হুজুর। দলবদ্ধ আসামীদের সাথে  একজন অবিশ্বাসীকে সাজা দেয়ার জন্য বিচারক হিসাবে এমন ন্যায়বিচারের জন্য আপনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 
কাজী- মাসাল্লা কওহাইন ওহিল সাইব।এইসব কথার শেষে মাসাল্লা কইতে অয়। 
উকিল- মাসাল্লা ! 


































No comments:

Post a Comment

আলোর ঝিলিক - শাহজাহান কবীর

 আলোর ঝিলিক  শাহজাহান কবীর  এই যে শনিবার  তারপর আর কি- শুধুই রবিবার সোম,মঙ্গল, বুধ--  বৃহস্পতি -শুক্র --- এইতো তুমি, এইতো আমি  দুলছি নিরর্থক...