Tuesday, March 21, 2023

তাহাদের তিনি

শাহজাহান কবীর 

নব্য প্রস্তর যুগের সূচনা করলো সেপিয়েন্স 

ফুলে- ফসলে পৃথিবীকে পৃথিবী বানালো তারা

 হাতে হাত মিলালো তারা- হৃদয়ে হৃদয়। 

তারা আকাশের মত বিশাল করলো মানবতা 

তারা মাটির মত মমতাময় করলো পৃথিবীর প্রান্তর

তবু তাদের থেকে কেউ কেউ বিচ্ছিন্ন হয়ে গেল

অন্যরকম জীবনের লিপ্সায় অন্যরকম হয়ে গেল

জগৎ সংসার কুক্ষিগত করার নীল নকশা সাজালো

তাদের হাত ধরেই তিনি আসলেন এই উদার জমিনে

তার ভয়াবহ পদযুগল রাখলেন জগতের সরল বুকে 

অত:পর তারা তার সাথে  আরও অসংখ্য পা জুড়ে দিল

অসংখ্য হাত জুড়ে দিল - সাত আকাশ জুড়ে দিল

তাদের হাত ধরে তিনি এক অলৌকিক সাম্রাজ্য গড়লেন

লোভ আর ভয়ের ভয়ংকর এক রাজত্ব শুরু হলো তার 

সেপিয়েন্সের সম্প্রীতির হাত আর থাকলো না

হৃদয়ে থাকলোনা হৃদয়  

মানবতা থাকলো না মানব জমিনে । 

পৃথিবীর ভরে গেল ভন্ড আর ভজনালয়ে

 সুন্দর কিছুই আর থাকলো না। 

থাকলেন তাহারা

থাকলেন শুধু তিনি ! 

তাহাদের তিনি  ! 

No comments:

Post a Comment

আলোর ঝিলিক - শাহজাহান কবীর

 আলোর ঝিলিক  শাহজাহান কবীর  এই যে শনিবার  তারপর আর কি- শুধুই রবিবার সোম,মঙ্গল, বুধ--  বৃহস্পতি -শুক্র --- এইতো তুমি, এইতো আমি  দুলছি নিরর্থক...