Tuesday, April 18, 2023

অলৌকিক লাশ -শাহজাহান কবীর



হাজার বছর ধরে 
বড় সযত্নে  আছে এই লাশ
এই উত্তপ্ত উদাসীন অরণ্যে ! 
পচাগলা বদগন্ধ চক্রাকারে ঘোরে
কাল থেকে কালান্তরে 
কোটি কোটি পরজীবি পরম মমতায় 
কিলবিল করে - কিলবিল করে ;
আহা! কি যে তৃপ্তিময় আহার্যের সম্ভার এই লাশে
সেতো শুধু পোকারাই বোঝে। 

দুর্ধর্ষ  লুটেরার দল হানা দিয়েছিল 
ফুল ফলে ভরা এই শ্যামল ছায়ার বনে 
লুটে নিয়ে গেল কতকিছু 
দিয়ে গেল এই অলৌকিক লাশ 
দিয়ে গেল কিছু লাশের রক্ষক ! 
অজস্র অসহায় নিপিড়ীত মানুষ 
অলৌকিক লাশের গন্ধে 
দিশাহারা হয়ে নিজেদের পরজীবি ভাবতে লাগলো 
হুড়মুড় করে ঢুকে গেল- লাশের ভিতর বসতি গড়লো
রক্ষক দলের রক্ষা হলো
লুটেরার দল চলে গেল
অলৌকিক লাশ টিকে গেল ! 
কতিপয় মানুষ হাহাকার করলো ;
তোমরা পরজীবি পোকা নও -তোমরা  মানুষ ! 
লাশ থেকে বেরিয়ে এসো -
এসো জীবনের মতো  জীবন সাজাই ! 
রক্ষকের দল গর্জে উঠে :
অলৌকিক লাশ নিয়ে কথা ! 
ঝড় তোল!  নিপাত কর এই দুর্জনদের! 
কোটি পরজীবি ফুঁসে উঠে 
কন্ঠে তাদের রক্ষকদের গর্জন প্রতিধ্বনিত হয়
অলৌকিক লাশ নিয়ে কথা ! 
ঝড় তোল!  নিপাত কর দুর্জনের প্রাণ! 
ভয়ংকর বদগন্ধের ঝড় উঠলো মুহূর্তেই
কেঁপে উঠল উদাসীন অরণ্য ! 
অরণ্যের অবশিষ্ট কিছু শ্বেতপায়রা
উড়ে গেল দূরে - বহুদূরে  ! 





No comments:

Post a Comment

আলোর ঝিলিক - শাহজাহান কবীর

 আলোর ঝিলিক  শাহজাহান কবীর  এই যে শনিবার  তারপর আর কি- শুধুই রবিবার সোম,মঙ্গল, বুধ--  বৃহস্পতি -শুক্র --- এইতো তুমি, এইতো আমি  দুলছি নিরর্থক...